প্রকাশিত রচনা –উপন্যাস– ২৩টি, গল্প –আনুমানিক ৩০০টিরও বেশি , রম্য গল্প ও রচনা – সংকলন ৬ টি, ভ্রমণ- কাহিনি – ৮টি, কিশোর উপন্যাস ও গল্পগ্রন্থ – ১৩টি, অন্য গ্রন্থ–২টি এবং অনেকানেক অগ্রন্থিত নাটক-প্রবন্ধ-রম্যরচনা।
মৃগয়া (৫ খণ্ডে ) — বঙ্কিম পুরস্কারে ভূষিত । অন্তর্গত নীলস্রোত, তস্কর,আড়কাঠি, চারণভূমি, জানগুরু, শিকলনামা, ফাঁসবদল, অমানুষনামা, ঐন্দ্রজালিক, জাদুগর, বাজিকর, আরশিচরিত, শিকড়ের ঘ্রাণ ইত্যাদি ।
(বাঁকুড়ার পটভূমিতে লেখা ‘ মৃগয়া’ উপন্যাসটির ওপর ইতিমধ্যেই একটি পি-এইচ-ডি হয়েছে এবং জার্মেনীর হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের ওয়ার্কশপ হয়েছে। —অধুনা উপন্যাসটির ৫টি খণ্ড একত্রে ১০৮৮ পৃষ্ঠা-সম্বলিত অখণ্ড রয়াল-সাইজ সংস্করণ বেরিয়েছে)।